লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে নিজ বসত ঘরের বারান্দায় এক গ্রাম্ পুলিশ কে খুন করেছে দূবৃত্তরা। খুন হওয়া ব্যাক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বুড়খাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুরুপ (৫০)। আব্দুরুপ উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম্ পুলিশ পদে কর্মরত ছিলেন। বুধবার রাতের কোনো এক সময়ে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা ধারণা করছে পুলিশ।
পুলিশ ও নিহতর স্ত্রী শিরিনা বেগম সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী একই বসত ঘরে পৃথক দুই রোমে দুইজন ঘুমিয়ে পরেন। রাত প্রায় তিনটার দিকে স্ত্রী শিরিনা বেগম ঘুম থেকে উঠে পাশের রোমে গিয়ে দেখেন তার স্বামী আব্দুরুপ রোমের মধ্যে নেই। পরে তিনি বারান্দায় গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় অবহিত করলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠান।
তাহিরপুর থানার ওসি মো.আব্দুল লতিফ তরফদার খুনের ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তার শরীরে দাড়াঁলো ছুরির আঘাত রয়েছে। ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে ঘটনাস্থলে কাজ করছে।