• ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৭ হিজরি

মুস্তাফিজকে বাদ দিয়ে যে বিবৃতি দিল কেকেআর

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
মুস্তাফিজকে বাদ দিয়ে যে বিবৃতি দিল কেকেআর

বিবিএন ডেস্ক:

বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ শনিবার এক বিবৃতি দিয়ে কেকেআর বিষয়টি নিশ্চিত করেছে।

 

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে কেকেআর’কে নির্দেশ দিয়েছিল।

 

ওই নির্দেশনা মোতাবেক কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজকে আগামী মার্চ-এপ্রিল-মে’র আইপিএল থেকে বাদ দিয়েছে কেকেআর।

 

বিবৃতিতে কেকেআর বলেছে, কেকেআর নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক বিসিসিআই-এর থেকে তারা মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ পেয়েছে। বোর্ডের নির্দেশ মেনে যথাযথ প্রক্রিয়া মেনে এবং আলোচনা করে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিয়ষটি চূড়ান্ত করেছে।

 

বিসিসিআই-এর সেক্রেটারি আগেই জানিয়েছেন, কেকেআর চাইলে মুস্তাফিজের বিকল্প নিতে পারবে। সেক্ষেত্রে বোর্ড অনুমোদন দেবে। কেকেআরও বিষয়টি উল্লেখ করে বলেছে, কেকেআরের জন্য বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে। ফ্র্যাঞ্চাইজি এ বিষয়ে পরে কথা বলবে।

 

গত ডিসেম্বরে ময়মনসিংহে দিপু দাস নামের এক ব্যক্তিতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোচ্চার ছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির একাধিক নেতা আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানেরও এক হাত নেন তারা।