• ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রজব, ১৪৪৭ হিজরি

তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে দেশে ফিরছেন শের এম সাত্তার

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে দেশে ফিরছেন শের এম সাত্তার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে হিথ্রো বিমান বন্দর থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবেন।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার নিপিড়ন নির্যাতনের ফলে দীর্ঘ ১৭ বছর দেশে আসা সম্ভব হয়নি।

তিনি জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন শের এম সাত্তার।

পরে তিনি তার নিজ এলাকা জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামে আসবেন।

শের এম সাত্তার তিনি তার স্বদেশ আগমনে দেশ এবং প্রবাসে বসবাসরত দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকল পর্যায়ের জনসাধরনের দোয়া প্রত্যাশা করেন।