• ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর -১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক মনোয়নপত্র সংগ্রহ করলেন।

সোমবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর (ইউএনও), উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে দলীয়নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি মনোয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, প্রথম যুগ্ন আহ্বায়ক সদর ইউপি চেয়াম্যান জুনাব আলী, যুগ্ন আহবায়ক আবুল হুদা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা রুহুল আমিন, ফেরদৌস আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান,মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী. তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোশাহিদ আলম তালুকদর, সাধারন সম্পাদক হাজি আব্দুস সামাদ মুন্সী,উওর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।