• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে নরসিংপুর–জোরাপানি সড়কে অস্থায়ী সেতু ‘উত্তর সুরমা সেতুবন্ধন’ উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫
ছাতকে নরসিংপুর–জোরাপানি সড়কে অস্থায়ী সেতু ‘উত্তর সুরমা সেতুবন্ধন’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

দেশী-প্রবাসী মানুষের সম্মিলিত সহযোগিতায় নরসিংপুর–জোরাপানি রোডের ধ্বসে পড়া মৌলা ব্রিজস্থলে নির্মিত অস্থায়ী সেতু ‘উত্তর সুরমা সেতুবন্ধন’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা (বাদ আছর) মৌলা ব্রিজ প্রাঙ্গণে দোয়ার মাধ্যমে সেতুর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

ব্রিজ দুর্ঘটনায় নিহত মরহুম জয়নাল মিয়ার সন্তানবৃন্দ ফিতা কেটে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে এলাকার মুরুব্বীয়ান, সমাজসেবী, প্রবাসী পরিবারের সদস্যরা এবং স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।

 

ব্রিজ উদ্বোধনের পর যান বাহন চলাচল শুরু

হয়েছে।

নির্মিত অস্থায়ী সেতু দিয়ে এখন থেকে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। এতে নোয়ারাই ও নরসিংপুর ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের চলাচল সংকট কিছুটা দূর হবে।

 

দেশবিদেশের এলাকাবাসীর সম্মিলিত মানবিক উদ্যোগ শ্রম, অর্থ, সময় ও পরামর্শ দিয়ে যারা এই সেতু নির্মাণে সহযোগিতা করেছেন—উত্তর সুরমাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয়দের মতে, এই সেতু নির্মাণ “মানবিক ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার অনন্য উদাহরণ।”

 

উল্লেখ্য যে,গত ১১ জুন মৌলা ব্রিজটি ভেঙে যাওয়ার পর দুই ইউনিয়নের হাজারো মানুষের একমাত্র যাতায়াতপথ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে অস্থায়ী কাঠের পথ ব্যবহার করতে হত স্থানীয়দের।

 

অপর দিকে গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় একই স্থানে ঘটে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, যাতে শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে জয়নাল মিয়া (৪০) নিহত হন। এই দুর্ঘটনার পর থেকেই এলাকার সমাজসেবী ও মানবিক উদ্যোগী ব্যক্তিরা সম্মিলিতভাবে অস্থায়ী সেতু নির্মাণের কাজে এগিয়ে আসেন, যা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।