ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ- ৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির দলীয় মনোনয়ন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ছাতক পৌরশহরের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল আলম।
এসময় স্থানীয়, জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠা ও জনগণের ভালোবাসার কারণে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আগামী নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় সকল সাংবাদিকদের সমাজের গঠনমূলক আলোচনা সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমার সহযোদ্ধা দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সাথেও কথা হয়েছে। বিএনপির সকল নেতা কর্মী-সমর্থকরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।