• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের ছাতকে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী মো. জিয়াউর রহমানকে খুন করে বস্তাবন্দি করে লাশ ফেলে রাখা হয়েছিল খালে। পরে র‌্যাবের তদন্তে বের হয়ে এসেছে আসল ঘটনা। স্ত্রী নিজেই স্বামীকে খুন করে সাজিয়ে ছিল এ নাটক।

শুক্রবার ভোররাতে ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের গহরপুর এলাকায় অভিযান চালিয়ে রানু বেগম (৩৭) নামের ওই গৃহবধূকে গ্রেফতার করে। রানু ওই গ্রামের নিহত ব্যবসায়ী মো. জিয়াউর রহমানের স্ত্রী।

 

এর আগে গত ২৬ অক্টোবর র‌্যাব নিহত মো. জিয়াউর রহমানের সৎভাই মো. বাবুল মিয়াকে গ্রেফতার করেছিল।

 

র‌্যাব জানায়, মো. জিয়াউর রহমান ছাতক উপজেলার মহদী এলাকার একজন ব্যবসায়ী। গত ১০ সেপ্টেম্বর সকাল ৯টায় স্ত্রী রানু বেগম ফোন করে জিয়াউরের ভাইকে জানায় মহদী গ্রামের আন্দোয়া খালের মধ্যে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। রানু আরও জানায়, ৮ সেপ্টেম্বর থেকে জিয়াউর রহমান নিখোঁজ ছিল। পরে বস্তাবন্দি লাশ জিয়াউরের রহমানের বলে সনাক্ত হয়।

 

এ ঘটনায় জিয়াউর রহমানের ছোট ভাই বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর র‌্যাব তদন্তে নেমে জানতে পারে জিয়াউর রহমানের সৎভাই বাবুল মিয়ার সাথে তার স্ত্রীর পরকিয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে স্ত্রী ও সৎভাই মিলে তাকে খুন করে লাশ বস্তাবন্দি করে খালে ফেলে রেখেছিল।