সুনামগঞ্জ প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর (শুক্রবার) বিকালে শহরের পুরাতন বাসস্টেশন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত (স্কয়ার) ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্টিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হকের সঞ্চালনায়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. নুরুল ইসলাম নুরুল, এড. শেরেনুর আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি এড. মাসুক আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু প্রমুখ।
##