• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পড়াশোনার পাশাপাশি নৈতিকতার বিকাশ ঘটাতে হবে- প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা।

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। বুদ্ধি ভিত্তিক বিকাশ ঘটাতে হবে। খেলা ধূলার মাধ্যমে মানসিক বিকাশ ও ঘটাতে হবে। ছাত্র শিক্ষক দের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

 

 

সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধা বৃত্তি – ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যো তিনি এসব কথা বলেছেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড: মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান,সিলেট বিভাগের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার ইউএনও সুকান্ত সাহা।

 

রবিবার (২ নভেম্বর) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি অনুষ্ঠানে চতুর্থ ও পঞ্চম শেনির ১০৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরন করা হয়।

সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার ১৪৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ১০৭ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হন।

মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এ প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে ২১টি বিদ্যালয়কে। এরমধ্যে শীর্ষ ৩টি বিদ্যালয় হলো: ১ম ছাতক উপজেলার বারকাহন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২য় দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩য় জামালগঞ্জ উপজেলার সাচনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কে। জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এ ৪র্থ ও ৫ম শ্রেণিতে মোট ১০৫ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে। এরমধ্যে ৪র্থ শ্রেণিতে মোট ৪৮ জন শিক্ষার্থী ও ৫ম শ্রেণিতে মোট ৫৭ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে, পঞ্চম শ্রেণিতে ১০০’র মধ্যে ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিত্র রায় পূর্ণ বিশ্বাস, ৯৮.৫ নম্বর পেয়ে ২য় হয়েছে বালিজুড়ি নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া হোসেন এলি, ৯৮ নম্বর পেয়ে ৩য় হয়েছে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নেহাল তাজওয়াল বিন সানিয়াত পরাগ। এছাড়া চতুর্থ শ্রেণিতে ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে দোয়রাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহ জাবিন তালুকদার ও ৯৭ নম্বর পেয়ে ২য় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সারিকা আনজুম, ৯৪ নম্বর পেয়ে ৩য় হয়েছে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর্লিন মেধা পৃথা।