সুনামগঞ্জ প্রতিনিধি:
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি প্রকল্প ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
৩১শে অক্টোবর (শুক্রবার) সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলায় সর্বমোট ১৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৯ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রানবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।
 
অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞান ও প্রতিযোগিতামুলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।
 
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান এড. শিশির মনির,এডিশনাল ডিাআইজি ইলতুৎমিশ, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা তারেক মনোয়ার, শিক্ষাবিদ মোমতাজুল হাসান আবেদ, বিভিন্ন উপজেলার প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা ও সাবেক-বর্তমান পৃষ্টপোষকবৃন্দ।
 
এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ও ভাইস -চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম।
 
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীগ্রই কিশোরকন্ঠের পেইজে জানানো হবে বলেও জানান আয়োজকরা।