সুনামগঞ্জ প্রতিনিধি:
র্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি ৩ এর একটি আভিযানিক দল ২৯ অক্টোবর রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কামাল উদ্দিনের বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালান। এতে তিনটি বস্তায় ৩৮৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ, এবং বিশ হাজার পিছ ভারতীয় বিড়ি উদ্ধার করেন। এ সময় চার জন মাদক কারবারীকে ও আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলো কামাল উদ্দিন পিতা আব্দুল সামাদ বোরহান পিতা ফজল আলী আলিম উদ্দিন পিতা চেরাগ আলী নওশাদ মিয়া পিতা ইদু মিয়া সর্ব সাং রঙ্গারচর । আটককৃতদের এবং জব্দকৃত মালামাল সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়।
