সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান বলেছেন, শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের সেতুবন্ধন।
বুধবার বিকেলে মধ্যনগর বাজার পূজামণ্ডপ পরিদর্শন শেষে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ,এখানে সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে- এটাই আমাদের প্রত্যাশা
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকার প্রতিটি পূজামণ্ডপে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করছি।
পরিদর্শনকালে মধ্যনগর উপজেলা বিএনপির জ্যোষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, আহবায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, সাইদুর রহমান জিয়া ও সাজিবুল হক তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও সফর সঙ্গী হিসেবে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।