সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’ নেতা মাহবুব চৌধুরী বলেছেন, দেশের জন্য এই নির্বাচন একটা ট্রানজিকশন, যার সফলতার ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। ’৭০-এর নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট ছিল, এবারের নির্বাচনটাও টার্নিং পয়েন্ট হবে। ভোটের পরও ফলাফল বিভ্রান্ত করতে অনেক কিছু করা হতে পারে। অতীতে সব কমিশন নিজেদের স্বাধীন ও মেরুদণ্ড শক্ত দাবি করলেও তার বাস্তবায়ন ‘দেখাতে পারেনি’। এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে। তারা কিন্তু সুন্দর একটি নির্বাচন হতে বাধা দেবে। এ বিষয় ইসিকে সজাগ থাকতে হবে। শুধু ঋণখেলাপি নয়, যাঁরা অর্থ পাচারকারী তাঁরাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেই আইন করতে হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে নবীন-প্রবীণ, ধনী-দরিদ্র সবার কথা মনে রাখতে হবে। আজকের প্রজন্ম জেনারেশন জি ও আলফা প্রজন্মের দৃষ্টিভঙ্গি সামনে রেখে রাজনৈতিক সংস্কারকে সত্যিকার অর্থে নতুন ধারায় ভবিষ্যৎমূখী করে সাজাতে হবে। রাস্ট্রকে গণমূখী ও আধুনিক করতে হলে আমাদেরকে এই প্রজন্ম কেন্দ্রীকভাবনা ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনাকে একীভূত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ।
সুনামগঞ্জ ২ আসনে সংসদ সদস্য প্রার্থী, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী
আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। জ্ঞান , সম্পদ , শক্তি নিয়ে সবাই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার। নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারব না। গনতন্ত্রের সংকট উত্তরণে ৩১ দফা ও সদস্য সংগ্রহ কর্মসূচী জনগণের মুক্তির সনদ।
৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩১ দফার আলোকে সরকার গঠনের লক্ষে দিরাই-শাল্লায় পরিবর্তন, উন্নয়ন, ধানের শীষের সমর্থনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে
দেশব্যাপী বিএনপির চলমান নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর অংশ হিসেবে দিরাই পৌর শহরে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কর্মসূচীতে আরো ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম, দিরাই যুবদল নেতা মছিউর রহমান, আব্দুল মুকিত রিপন, আলেক উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুর রশিদ চৌধুরী, জিসান তালুকদার, দিরাই রিপোটার্স ইউনিটের কোষাধক্ষ গোলাম জিলানী, তথ্য সম্পাদক আইউমান মিয়া, সদস্য রায়হান মিয়া প্রমূখ।