• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে তিন দিন ব্যাপী জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
সুনামগঞ্জে তিন দিন ব্যাপী জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর অধিনে সমাজ ভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রাম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প এর সহযোগিতায়

জাতি গঠনে শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। সুনামগঞ্জ সার্কিট হাউসে ১৬ সেপ্টেম্বর সকাল টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আইসিবিসি মোহাম্মদ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, গবেষক আল আমিন, পোগ্রাম ম্যানেজার সিনারগোস রেজওয়ানুল হক, উপস্থাপনায় ছিলেন মীর মাসরুজ্জান।