• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা.পলাশ

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা.পলাশ

সাতক্ষীরা প্রতিনিধি:

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ও সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত কর্মরত ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) আসন্ন ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য স্পাইন রিজিওনাল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি সেখানে অ্যাডভান্স কোর্স অন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন করবেন।

 

ডা. মো. মাহমুদুল হাসান পলাশ জানিয়েছেন, আসন্ন আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে তিনি একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রবন্ধে ঘাড়ের হাড়জনিত কারণে মানবদেহে সৃষ্ট পক্ষাঘাত (প্যারালাইসিস) কীভাবে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে রিকভারি করা সম্ভব, তা নিজের চিকিৎসা অভিজ্ঞতার আলোকে তুলে ধরবেন তিনি।

 

কনফারেন্সে এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন। চিকিৎসা বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্মেলন চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

 

গত ছয় বছর ধরে তিনি খুলনা বিভাগে স্পাইন সার্জারির প্রসার ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর লক্ষ্য দেশের প্রতিটি মেডিকেল কলেজে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই প্রয়োজনীয় সুবিধা দেওয়া যায়।

 

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্পাইন সার্জারির ক্ষেত্রে তুলে ধরতে এ অর্জনকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। নিজের এই যাত্রায় সফলতার জন্য তিনি দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

 

ডা. পলাশ ইতোমধ্যে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, সিঙ্গাপুর (মে ২০২৪), দক্ষিণ কোরিয়া (আগস্ট ২০২৪), গঙ্গা হাসপাতাল ফর স্পেশাল সার্জারি, দিল্লি, ভারত (ডিসেম্বর ২০২৪), আহমেদাবাদ, গুজরাট, ভারত (২০২৩), মেলবোর্ন, অস্ট্রেলিয়া (মে ২০২৩), মুম্বাই, ভারত (২০২৪), গৌহাটি, আসাম, ভারত (২০২২) কুয়ালালামপুর, মালয়েশিয়া (২০২৫), এছাড়াও তিনি দেশি-বিদেশি আরও অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।