• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ৪ দিন পর নদী থেকে জমিয়ত নেতার মরদেহ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
নিখোঁজের ৪ দিন পর নদী থেকে জমিয়ত নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে দিরাই উপজেলার শরিফ পুর ইট বাটা পার্শ্ব বর্তী নদী থেকে মুশতাক আহমদ গাজীনগরীর ( ৫২)ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

গত ২ সেপ্টেম্বর মুশতাক আহমদ গাজীনগরী সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে শান্তিগঞ্জ উপজেলা সহ অন্যান্য জায়গাতে যান। রাত ১১ টা পর্যন্ত তার অবস্থান দিরাই রাস্তার মোড় পর্যন্ত সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে আর তার খোঁজ মেলেনি। পরদিন তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন। তার সন্ধানের দাবীতে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।