• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব উদযাপনে জেলা প্রশাসনের নানা কর্মসূচী।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, নৌ পুলিশ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহির, শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের অফিসার ফারহান, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সুলতানা জেরিন, বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও মেরিনা দেবনাথ, র‌্যাব-৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের ডি এ ডি ফারুক আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা শিশু বিষয়ক অফিসার বাদল বর্মন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, এনসিপি নেতা আতাউর রহমান স্বপন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,সাংবাদিক দেওয়ান গিয়াস, শহীদ নুর আহমদ, আমিনুল হক, সোহান সহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।

সভায় আগামী ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার সমন্বয়ে একটি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ আব্দুজ জহুর সেতুর নীচের সুরমা নদী থেকে আনুমানিক এক কিলোমিটার দূরবর্তী আচিঁনপুর পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে আইন শৃংখলা রক্ষা সহ সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঐতিহ্য গত ভাবে নাও দৌড়ানীর প্রচলন রয়েছে। হাওরাঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম একটি ইভেন্ট নৌকা বাইচ প্রতিযোগিতা। বর্তমান সরকার ও মানুষের বিনোদনের জন্য এবং তরুণ দের বিনোদনের জন্য তারুণ্যের উৎসব উদযাপন করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।