সুনামগঞ্জ প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফিজ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তোফায়েল আহমদ খান,
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,
ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুশ শহীদ,
পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজান আহমদ,
শাল্লা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ,
পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা তায়েফ আহমাদ,
সদর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ,
জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ,
জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা রিয়াজ উদ্দিন, হাসাউড়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ওমর ফারুক,প্রমুখ।
প্রসঙ্গত: গত ২ সেপ্টেম্বর মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী তার নিজ বাড়ি থেকে শান্তিগঞ্জ যান ।পরে ঐ দিন রাতে ও বাড়ি ফেরেন নি। পরদিন তার সহধর্মিনী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন। জমিয়তের নেতৃবৃন্দ ও প্রশাসন সহ সব মহলে যোগাযোগ করছেন সন্ধানের জন্য।