সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষক দলের আহবায়ক ও সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক বলেন, হাওর অঞ্চলের মানুষ এখনও পিআর পদ্ধতি (পার্লামেন্টারি রেপ্রেজেন্টেশন) ভালোভাবে বুঝে না, তারা ব্যালট ভোটেই তাদের পছন্দের প্রার্থীকে নির্ধারণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ব্যালটই তাদের আস্থা ও বিশ্বাসের প্রতীক।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে ভোটাধিকার। তাই ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়েই দল ও দেশ সুসংগঠিত হতে পারে। উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির এই সুশৃঙ্খল কাউন্সিল প্রমাণ করে, তৃণমূলের নেতাকর্মীরা এখন অনেক বেশি সচেতন ও ঐক্যবদ্ধ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়েছ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোশাহিদ আলম।
কাউন্সিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২সেপ্টেম্বর) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সন্ধ্যা ৬টার সময় ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলী। সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোশাহিদ আলম।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুস সামাদ, সহসভাপতি লালু মিয়া,সহ সাধারণ সম্পাদক উকিল মিয়া,সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদার।
উল্লেখ্য, ৯টি ওয়ার্ডে প্রাপ্ত ভোটা সংখ্যা ছিল ৪৫৯জন। এর মধ্যে কাউন্সিলে ভোট পড়েছে ৪৩১জন ভোটারের ভোট ভোটার।
এর সত্যতা নিশ্চিত করেছেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহকারী নির্বাচন কমিশনার ফারুক আহমেদ।
এসময় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ন আহবায়ক রাখাব উদ্দিন, যুগ্ন আহবায়ক আবুল হুদা, সাবেক চেয়ারম্যান খসরুল আলম, বর্তমান চেয়ারম্যান আলী হায়দার, সাবেক সভাপতি নূরুল ইসলাম, এ কে এম নাসের উজ্জ্বল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন সাবেক চেয়ারম্যান সবুজ আলম। এছাড়াও সম্মেলনে তাহিরপুর উপজেলা বিএনপি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।