• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ কে শিক্ষার ক্ষেত্রে সন্মান জনক অবস্থানে নেয়ার জন্য সবার সহযোগিতা চাই- সুনামগঞ্জের ডিসি

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জ জেলা শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এটি খুবই বেদনাদায়ক। সারা দেশের মধ্যে অনেক পেছনে। আমি এ অবস্হা থেকে উত্তরনের জন্য কাজ করে যাচ্চি। আমি চাই এই অঞ্চলটাকে শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি সন্মান জনক অবস্থানে নিয়ে যেতে। এজন্য সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে সেটি সম্ভব। সবাই কে সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক।

২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ডিডি এলজি মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীল, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, জেলা সমাজ সেবা উপ পরিচালক সুচিত্রা রায়,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাংবাদিক খলিল রহমান, শিক্ষক সুভাষ চন্দ্র দাস, সাজ্জাদ হোসেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নিজের অনুভূতি প্রকাশ করেন দিবস তালুকদার ও নুসরাত সিদ্দিকা তাহা।

প্রসঙ্গত: সুনামগঞ্জ জেলা পরিষদ জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির ২৪০ জন মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে পরীক্ষার মাধ্যমে মোট ৩৩ জন মেধাবী সিলেক্ট করা হয়। এর মধ্যে ৮ম শ্রেণির ৮ জন এবং ৫ম শ্রেণির ২৫ জন । ৫ম শ্রেণির মোট তিন জন কে জন প্রতি ট্যালেন্ট পুলে বৃত্তির জন্য ২০ হাজার টাকা ও সাধারণ মেধার শিক্ষার্থীদের জন প্রতি ১২ হাজার টাকা,সনদ পত্র এবং ৮ম শ্রেণির একজন কে ট্যালেন্ট পুলে বৃত্তির জন্য ২৫ হাজার টাকা ও সাধারণ শ্রেণির ৭ জন কে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।