• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।

সুনামগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি শামসুল হকের প্রার্থীতা বাতিল হয়েছে। এদিকে আগামীকাল তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তার প্রার্থীতা বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও সিনিয়র যুগ্ম কমিশনার জুনাব আলী।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দ্বি—বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে গত ১৬ বছর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে নানা সুবিধা ভোগ করা শামছুল হক মেম্বার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। খবরটি ছড়িয়ে পড়তেই ফেসবুকে আওয়ামী নেতাদের সঙ্গে তোলা তার একাধিক ছবি ঘুরতে থাকে। এতে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সুনামগঞ্জে পক্ষে—বিপক্ষে সংবাদ সম্মেলনও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্ধ হস্তক্ষেপ করেন। পরে যাচাই—বাছাই শেষে সম্মেলনের একদিন আগে জরুরি বৈঠকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, শামছুল হক মেম্বার ২০০৮ সালে ধানের শীষের বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমনকি তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী নেতাদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হলে তা দলের ভাবমূর্তি নষ্ট হতো।

 

শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জি বলেন, বিএনপির দুর্দিনে যারা ছিল না, তাদের পদে বসানো হলে তা দলের সুনামের জন্য হুমকি হবে।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ফকির বলেন, আওয়ামী সুবিধাভোগীদের বিএনপির পদে বসানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

 

অভিযোগ প্রসঙ্গে শামছুল হক মেম্বার বলেন, ফেসবুকে ছড়ানো ছবিগুলো উপজেলা নির্বাচনের সময় এক সালিশি বৈঠকে তোলা। বৈঠক শেষে আওয়ামী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব ছবি তোলা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।

 

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. বাদল মিয়া ও সহকারী কমিশনার ফারুক মিয়া বলেন, শামছুল হক মেম্বার ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়েছেন, এটি প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে, কোনো বিতর্কিত ব্যক্তিকে পদে রাখা হবে না।

 

জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি বিএনপির কমিটিতে থাকতে পারবে না। আওয়ামী সুবিধাভোগীদের প্রশ্নই ওঠে না।