সাতক্ষীরা প্রতিনিধি:
ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমাদের দল। দীর্ঘদিন ধরে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল, রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। এ কারণে দেশের মানুষ এখন নতুন করে আশা ও আস্থার আলো দেখতে পাচ্ছে।
শনিবার বিকালে সাতক্ষীরা আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ডেনাইট টুর্নামেন্ট প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। আমাদের দল সর্বদা বিশ্বাস করে, জনগণই রাষ্ট্রের মালিক, আর নির্বাচনের মাধ্যমেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আমরা আশা করি, এই রোডম্যাপ ঘোষণার পর নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করবে।
আমিন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় দেশের যুব সমাজ খেলাধুলার মাঠ থেকে ক্রমশ দূরে সরে গিয়েছিল। তারা মাদক ও হতাশার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। অথচ যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। তরুণদের সুস্থ দেহ ও সুস্থ মানসিকতা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। আমাদের দল সব সময় চেষ্টা করেছে যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনার। আমরা বিশ্বাস করি, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগত চেতনাকে বিকশিত করে। তাই যুব সমাজের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান থাকবে তারা যেন মাদককে ‘না’ বলে, খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সক্রিয় ভুমিকা রাখে।
আটুলিয়া ইউনিয়ন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবীদন ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট টুর্নামেন্ট সভাপতিত্ব করেন ইউনিয়ন সদস্য সচিব মজার গিফারী। টুর্নামেন্ট উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙুর, যুগ্ম-আহ্বায়ক হাফিজ আল আজাদ কল্লোল, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিব হোসেন সেলিম, শ্রমিক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপন।