• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রীতিমেচ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫

সুনামগঞ্জপ্রতিনিধি:-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অধীনস্থ মেঘালয়ের খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তর্গত বড়ছড়ার খেলার মাঠে দেড় মাসব্যাপী, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬আগষ্ট) দুপুর ২টার সময় বড়ছড়া ফুটবল এসোসিয়েশনের আয়োজনে,ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় মুখোমুখি হয়, মাটিকাটা একাদশ বনাম টিএলএমপি পিয়ান গেম চেঞ্জারকে ১-০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে মাটিকাটা একাদশ। খেলা শেষে বিজয়ী ফুটবলার দের হাতে প্রথম পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আনিসুল হক।

 

উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ বাদল মিয়া, আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, সদস্য ইলিয়াস আলী, সদস্য এ কে এম নাসের উজ্জ্বল, সদস্য সবুজ আলম, সদস্য শামসুদ্দিন আহমেদ। তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক এনাম।সুনামগঞ্জ জেলা বিএনপির (সাবেক) ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোশাহিদ আলম,বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম শাহ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মঞ্জুর আলী, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার,

বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদ। বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ ।

প্রধান আয়োজকঃ বাছির আহমেদ, উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।