• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫
সুনামগঞ্জে জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ অধিদপ্তর আয়োজিত জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট সকাল ১০ টায় সুনামগঞ্জের সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এসডি, প্যাথওয়েজ প্রজেক্ট বাংলাদেশ পিডি খালেদ হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন প্রজেক্টের ডেপুটি পরিচালক ইলিয়াস মাহমুদ, পরিবেশ অধিদপ্তর পরিচালক ফেরদৌস আনোয়ার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, জেলা মৎস্য অফিসার সামসুল করিম, শাল্লা উপজেলার ইউএনও পিয়াস চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,সহ বিভিন্ন এনজিও, সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হাওরের টুরিজমের কারণে হাওরে বিরূপ প্রভাব পড়ছে। নানা হুমকী মোকাবিলার মধ্য দিয়ে হাওরে মানুষ জীবন যাপন করছেন। জলাধারের জল ধারন ক্ষমতা বৃদ্ধি করা অতি জরূরী। মিনিংফুল কিছু করতে হলে একটি হাওরকে পাইলট হিসেবে নিতে হবে।