সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। শনিবার (২৩আগষ্ট) দুপুরে উপজেলার রেজিষ্টারি মাঠে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে মঞ্চ ও প্রাঙ্গণ।
উক্ত সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান এর সভাপতিত্বে, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জুলফিকার আলম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রোকনের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নই আমাদের লক্ষ্য। এই ৩১ দফার মাধ্যমে দেশে সুশাসন, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম রহমত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুল হুদা, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফেন্দি, শামসুজ্জামান ধন মিয়া ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা।
আলোচনায় আরও অংশ নেন জামালগঞ্জসহ আরও অনেক উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য বৃন্দ প্রমুখ ।
বক্তারা বলেন, এই জনস্রোত প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়, জনগণ বিএনপির পাশে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে জননেতা আনিসুল হককে এমপি হিসেবে দেখতে চায় তৃণমূল।