সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্ট হতে শহরের প্রধান প্রধান সড়কে মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে
স্থানীয় আলফাত স্কায়ার ট্রাফিক পয়েন্টে এক পথসভার আয়োজন করা হয়।
শনিবার (২৩ আগষ্ট) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক হুইপ এড. ফজলুল হক আছপিয়ার সুযোগ্য সন্তান সুনামগঞ্জ-৪ সদর-বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ এর নেতৃত্বে সুনামগঞ্জসহ ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল পিপি বি এনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম, এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলা,ইউনিয়ন ও তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়াওবিএনপি,যুবদল,স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।
নেতৃবৃন্দরা বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে তৃণমূলের নেতাকর্মীরা যেকোন কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের নেতৃত্বে সব সময়ই প্রস্তুত। উপস্থিত হাজাঁরো নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচেন সুনামগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আবিদুল হক আবিদকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।