• ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫
সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১৫ আগস্ট ভোরে মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান হতে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক করে, যার আনুমানিক মূল্য ১৭,৫০,০০০/- (সতেরো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।