বিবিএন নিউজ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপর নিহত আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিন ও আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।