• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

সাদা পাথর লুটের পর এবার ইজারাবিহীন ধোপাজান নদীর দিকে নজর বালু-পাথর খেকোদের।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫
সাদা পাথর লুটের পর এবার ইজারাবিহীন ধোপাজান নদীর দিকে নজর বালু-পাথর খেকোদের।

সুনামগঞ্জ প্রতিনিধি:

পর্যটন স্পট সাদা পাথর কে লুটের পর এবার এক শ্রেণির বালু-পাথর খেকোদের নজর পড়েছে সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদীর দিকে। বিভিন্ন অজুহাতে আইন শৃংখলা বাহিনীর চোখঁ ফাঁকি দিয়ে এসব বালু-পাথর লুটপাঠ চলছে। পুলিশ মাঝে মাঝে অভিযান চালানোর পর কিছুটা বন্ধ থাকে এরপর আবার শুরু হয় । কোন সময় নদী পথে আবার কোন সময় সড়ক পথে ।

 

১৪ আগষ্ট ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ বালু বহনকারী জব্দকৃত ৮ (আট)টি ভটভটি ট্রলি গাড়ী, ১(এক)টি পিকআপ গাড়ী ও ৬২০(ছয়শত বিশ) ফুট বালু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে বালু ভর্তি ভটভটি ট্রলি ও পিকআপ গাড়ি আটক করা হয়। ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম ডিবি ওসি আহমদ উল্ল্যাহ ভূঁইয়ার নির্দেশে এসআই সাব্বির আহসানের নেতৃত্বে এএসআই(নিঃ) সুদীপ চন্দ্র বিশ্বাস,সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে অবৈধভাবে বালুবহন কালে সুরমা ইউনিয়নের মইনপুর এলাকার হালুয়ার ঘাটে অভিযানে ভটভটি ট্রলি সহ পিকআপ গাড়িটি জব্দ করা হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু পাচারকারি মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-আঃ হক, সাং-নতুন গুদিগাঁও, সাদেক (৩৫), পিতা-আঃ ছামাদ, সাং-ডলুরা, কালা (৩৫), পিতা- মৃত আলাল মিয়া, সাং- মঈনপুর, কাজল (৪৫), পিতা- ইলিয়াস আলী, সাং- ডলুরা এবং দেলোয়ার (৪০), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত , এদের সহযোগী সহ অজ্ঞাতনামা আরো দশ-বারো জন পালিয়ে যায়। পরে এদের নামে মামলা দায়ের করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি আহমদ উল্ল্যাহ ভূঁইয়া জানান বালুকেখোদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী/ ২০২৩) সালের ১৫(১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।