সুনামগঞ্জ প্রতিনিধি:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
আমরা নির্বাচিত সরকারের কাছে দ্রুতই ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যেতে চাই। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনোও সুযোগ নেই। সুষ্ঠ সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকলবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।
১৫ আগস্ট শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে রাজারগাঁয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্যের মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা অল্প সময় আছি, আরো সময় পেলে আরো কাজ করতে পারতাম।আমরা দ্রুতই নির্বাচনাকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাবো। তিনি বলেন মন্দির কমপ্লেক্সের বাকী উন্নয়ন কাজ ও পর্যায় ক্রমে করা হবে। যাতে আগত ভক্ত গণ তাদের নিজ নিজ ধর্মীয় কার্যাদি সুন্দর ভাবে সম্পন্ন করতে পারেন।
অদ্বৈত মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক,শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ