• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

শাল্লায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫
শাল্লায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

এক সময় বর্ষা এলেই নদীর বুকে ভেসে উঠত বাঁশি, ঢোল, আর নৌকার ছন্দ। এখন সে দৃশ্য শুধুই গল্পে আর স্মৃতিতে। তবে দিরাই-শাল্লা সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যােগে নৌকা বাইচ প্রতিযোগিতার এক বিশাল আয়োজন করা হয়।

‎শুক্রবার ( ৮ আগস্ট ) জুম্মার নামাজের পর শ্যামারচর বাজার সংলগ্ন মরা সুরমা নদীতে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত কিছু জনপ্রিয় নৌকাদল বাইচের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিল। এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে হালকা হাওয়া ও বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে শ্যামারচর বাজারে খেয়াঘাটের দুইপারে নৌকার দীর্ঘসারি হয়। সারি সারি নৌকায় এসে উপস্থিত হাজার হাজার মানুষদের ঢল । দূরদূরান্ত থেকে ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীরা এসে ভিড় করেছেন মরা সুরমা নদীর তীরে।