• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা কামরুলের রোগ মুক্তি কামনায় ধর্ম পাশা,মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুরে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ ১ তাহিরপুর, জামালগঞ্জ, ধর্ম পাশা ও মধ্যনগর আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের রোগ মুক্তি কামনায় তার নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্ম পাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে দোয়া মাহফিল ও প্রার্থনা করেন তার শুভাখাংখীরা।

 

সুনামগঞ্জের মধ্যনগরে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য (সাবেক)সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের শারীরিক সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন তাঁর অনুসারী নেতৃবৃন্দ।

 

৮’আগস্ট শুক্রবার দুপুরে মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নান্টু সরকারের উদ্যোগে ৮২গ্রামের ভক্তদের নিয়ে একমিনিট নিরবতা ও প্রার্থনা জানান সৃষ্টিকর্তার কাছে।এসময় কামরুজ্জামান কামরুলের অনুসারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি বিপ্লব তালুকদার,নিভাস সরকার,বকুল সরকার,উপজেলা ছাত্রদল নেতা রিপন তালুকদার প্রমুখ।এবং আশ্রম কমিটির সভাপতি সভাপতি বরুণ কান্তি সরকার,সাধারণ সম্পাদক সম্ভু রায়।

 

মধ্যনগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নান্টু সরকার জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ধানের শীষে সুনামগঞ্জ-০১আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ভাই বিগত ৩ জুলাই লন্ডনে বসবাসরত পরিবারের কাছে পৌছেন এবং তখনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।এরপর থেকেই লন্ডনের মীডল্যান্ড ইউনিভার্সিটি এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আমরা ৮২গ্রামের ভক্তদের নিয়ে নিরবতা ও ঈশ্বরের নিকট প্রার্থনা জানিয়েছি।তিনিযেন শারীরিক সুস্থতা নিয়ে মাতৃভূমিতে ফিরে আসেন।এবং আগামী দিন কামরুল ভাইয়ের নেতৃত্বে সুনামগঞ্জ এক আসনের বিএনপির রাজনৈতিক অভিভাবক ও জাতীয় সংসদে দেখতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করছি।

বিএনপি তাহিরপুর উপজেলার অন্যতম নেতা মেহেদী হাসান উজ্জ্বল জানান, শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট, তাহিরপুর সদর, শ্রী পুর, একতা বাজার, হলহলিয়া সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জামালগঞ্জ, মধ্যনগর, ধর্ম পাশা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।