ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে বিরোধে কবির হত্যা মামলার ৩ জন পলাতক
আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)
০৭ আগষ্ট বৃহস্পতিবার রাত পোনে এক টায় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন সুনামগঞ্জ পৌরসভার
ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র গেদা মিয়া (৫০), গ্রামের মৃত ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪৪) ও রশিক আলীর পুত্র আলী হোসেন (২৩)।
গ্রেফতারকৃতরা দোয়ারাবাজার থানার (নং-৩০) মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামীদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।