সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিলুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দূর্ঘটনা বাড়ছে। দূর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দূর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে।
এসময় বক্তারা ফিটনেস বিহীন গাড়ি দ্রুত বন্ধের দাবি জানান।
একই দাবীতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন সুনামগঞ্জ জেলার শাখা। সংগঠনের উপদেষ্টা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি সাবেক সভাপতি প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ইজিবাইক শ্রমিক কল্যান পরিষদের সভাপতি সোহেল আহমদ, সাইফুল আলম ছদরুল,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, রাজ চক্রবর্তী, সাংবাদিক আবু হানিফ, মোহাম্মদ নুর, প্রমূখ।
বেলা ২টায় সুনামগঞ্জ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকেও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক এন ডি ওসমান গণির সভাপতিত্বে ও সদস্য সচিব নিহাল আহমদের পরিচালনায় ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।