সুনামগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ৬ আগস্ট বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,কৃষকদল, সহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের খন্ড খন্ড মিছিল এসে মিলিত হয় পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয়ের সামনে। মিছিল টি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, মিজানুর রহমান চৌধুরী, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী,আব্দুল ত ম মিসবাহ, নজরুল ইসলাম, নাদির আহমদ, এডভোকেট জিয়াউর রহিম শাহীন আকবর আলী, ফারুক আহমদ, আনসার উদ্দিন কৃষকদল আহ্বায়ক, আনিসুল হক, সাইফুল্লাহ হাসান জুনেদ, আবুল কালাম আজাদ, রেজাউল হক, জুনাব আলী,শ্রমিক নেতা সোহেল আহমদ, মনাজ্জির হোসেন সুজন, এটিএম হেলাল, কামরুল হাসান রাজু,মনাজ্জির হোসেন, এডভোকেট কয়েছ আহমদ, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, জাহাঙ্গীর আলম, দুলু, মন্টি, এডভোকেট আজিজুর রহমান সৌরভ, নুর আলম, সিরাজুল ইসলাম পলাশ, মহিলা দলের আহবায়ক হাফেজা ফেরদৌস লিপন, ফারুক আহমদ লিলু,মুর্শেদ আলম সুজন মাহমুদ, তোফাজ্জল হোসেন, তারেক মিয়া প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে বিএনপির ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী নিহত, আহত হয়েছেন। জেল জুলুম,গুমের শিকার হয়েছেন। ৫ আগষ্ট নতুন করে মানুষ সস্তির নিঃশ্বাস ফেলছেন। আমাদের চেয়ার পার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে ও নানা ধরনের হয়রানী করা হয়েছে। আজকের এই দিনে বিজয় হয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবী দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। এতে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে রয়েছে।