সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬২ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলী আক্তার নেন্টু (৪৫), তিনি সুনামগঞ্জ সদর থানাধীন পূর্ব তেঘরিয়া (লম্বাহাটি) গ্রামের বাসিন্দা। তার বাপের নাম আলী আকবর।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে সদর থানাধীন তেঘরিয়া লম্বাহাটি এলাকার একটি টিনশেড ভাড়াবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে আলী আক্তার নেন্টুর নিকট থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুর রহিম জিবান। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল কাওছার আহমদ অন্তর এবং কনস্টেবল দিপক মুন্ডা।
গ্রেফতারকৃত আলী আক্তার নেন্টুর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।