• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে দিনভর কর্মসূচি পালন।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে দিনভর কর্মসূচি পালন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বিএনপি, শিবির, জমিয়ত সহ বিভিন্ন দলের পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট সকাল ৯ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্প কলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এর আগে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সহ অন্যান্যরা। সকাল ১০ টায় জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম, প্রধান উপদেষ্টার আহতদের ভিডিও বার্তা প্রদর্শন, আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান, জুলাই শহীদ পরিবারের সদস্যদের স্মৃতি চারণ, ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সন্ধা ৭ টায় সুনামগঞ্জ সদর উপজেলা জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার নাসরিন আক্তার ও মেহেদী হাসান হৃদয়ের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, জুলাই যোদ্ধা জহুর আলী, ফয়সাল আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ওসমান গনি,আব্দুল বারী,ইসলাম আলী সিয়াম, মাহফুজুর রহমান মোহিত, তাসনিয়া হক ।

 

 

জুলাই সুনামগঞ্জে গণ অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষ্যে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে ট্রাফিক পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডিশনাল পিপি এডভোকেট শেরেনূর আলী, রেজাউল হক, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ প্রমুখ। এসময় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান প্রধান উপদেষ্টার কাছে। আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম,জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।

সকাল ১১ টায় ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই জাগরণ র‌্যালী বের হয়। শহরের কাজীর পয়েন্ট থেকে র‌্যাল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, সাধারণ সম্পাদক ফারহন শাহরিয়ার ফাহিম, এইচ আর ডি সম্পাদক আবু সুফিয়ান তোহা,রাখাব আহমেদ শিশির, আব্দুস সাত্তার মামুন, প্রমূখ। সুনামগঞ্জ সদর জমিয়ত আলোচনা ও দোয়ার আয়োজন করে। বাদ জোহর ওয়েজখালী দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ সদর জমিয়ত সভাপতি শায়খ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়ত সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ ওলাশ নগরী প্রমূখ।