সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সিলেট মহাসড়কে চলাচল কারী একটি যাত্রী বাহী বাসের হেলপারের সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে এ রুটে কমপক্ষ দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে । ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
রবিবার সকালে একটি বাস সুনামগঞ্জ থেকে ছেড়ে যায়। এ বাসের যাত্রী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ভাংতি নিয়ে বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের হেলপার কে মারধর ও গাড়ী ভাঙচুরের অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনাটি সকালে হলেও পরে জানাজানি হওয়ার পর দুপুর বেলা শ্রমিকরা সুনামগঞ্জ বাস টার্মিনালের সামনে বেশ কিছু গাড়ী সড়কে আড়া আড়ি করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়। তীব্র যানজট সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির মহা সচিব জুয়েল মিয়া বলেন, ভাংতি নিয়ে বাসের হেলপারের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ভাঙচুর ও হেলপার কে মারধর করেন। এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা সড়ক অবরোধ করেন।
এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন প্রচুর যাত্রী। বৃষ্টিতে ভিজে অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যানজট এলাকা পাড় হতে দেখা গেছে। বিকাল চার টার দিকে শ্রমিকরা প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ‘কর্মবিরতি’ চালানোর ঘোষণা দেয়।
সুবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বললেন, বিশ^ বিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। আব্দুর রহমান জানান, বাসে থাকা শিক্ষার্থীরা দাবি করেছেন, ঝগড়ায় জড়ানো বাসের হেলপার মাদকাসক্ত ছিলেন।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া—বিবাদ করেছেন। সকালে (রোববার) তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।