• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে জুলাইয়ে মায়েরা শীর্ষক অনুষ্ঠান উদযাপন।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
সুনামগঞ্জে জুলাইয়ে মায়েরা শীর্ষক অনুষ্ঠান উদযাপন।

সুনামগঞ্জ প্রতিনিধি:

জুলাইয়ে মায়েরা শীর্ষক অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২ আগষ্ট সকাল ১১ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিরোধা রানী রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আয়েশা আক্তার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা শিশু বিষয়ক অফিসার বাদল বর্মন, এডিশনাল পিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,নারী নেত্রী কানিজ বেগম, এডভোকেট নাজনীন বেগম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ওসমান গনি, জুলাই গণঅভ্যুত্থানে আহত জহুর আলী,আব্দুল বারী,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী,সাংবাদিক জসিম উদ্দিন, দেওয়ান গিয়াস প্রমুখ।

আলোচনা সভার আগে বিগত জুলাই আগষ্ট মাসের আন্দোলন সংগ্রামের ভিডিও চিত্র তোলে ধরা হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন দমাতে কি নির্মম ভাবে ছাত্র যুবকদের হত্যা করে মায়ের কোল খালি করা হয় তা দেখে পুরো হল এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মানুষ অশ্রু সিক্ত হয়ে পড়েন। জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া তার সভাপতির বক্তব্যো আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং আর যেন কোন মায়ের বুক খালি না হয় সেই প্রত্যাশা করেন। জুলাই আগষ্ট আন্দোলনের শহীদ দের আত্মার শান্তি কামনা ও আহতদের সুচিকিৎসার জন্য গুরুতারোপ করেন।