ছাতক প্রতিনিধি:
সিলেট সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় অজ্ঞাত যানবাহন ও মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াই ঘটিকার সময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের চেচান এমএ শহিদ হাউস এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র মো: আবু সালেক (২৯)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেটগামী অজ্ঞাতনামা যানবাহন ও সুনামগঞ্জগামী মোটর সাইকেল সিলেট মেট্রো-ল (নং ১২-০৩৫৯) চালককে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক আবু সালেক ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরী ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের আত্বীয় স্বজনদের সাথে যোগাযোগ করেছি। দুর্ঘনা কবলিত মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।