• ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই সফর, ১৪৪৭ হিজরি

রসুলগঞ্জ আলিম মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫
রসুলগঞ্জ আলিম মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশনা অনুষ্ঠান”।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদ্রাসার হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ওমর ফারুক সাহেব আরো উপস্থিত ছিলেন অএ প্রতিষ্টানের শিক্ষকবৃন্দগন।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের কারণ, এর ভয়াবহ প্রভাব এবং করণীয় বিষয় নিয়ে প্রাঞ্জল ও বাস্তবভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। পরিবেশ রক্ষায় ইসলামি দৃষ্টিকোণ, সামাজিক দায়িত্ব ও তরুণ প্রজন্মের ভূমিকা উঠে আসে শিক্ষার্থীদের উপস্থাপনায়।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে তৈরি করা দেয়ালিকা উন্মোচন করেন মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবু ইউসুফ মানিক সাহেব, মাওলানা এনাম উদ্দিন সাহেব এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। দেয়ালিকায় স্থান পায় শিক্ষার্থীদের রচনা, কবিতা, সচেতনতামূলক বার্তা, যা জলবায়ু সচেতনতা প্রসারে একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করে।

 

শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,

“বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সংকট। এই সংকট মোকাবেলায় সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে, যা শিক্ষার্থীদের এই আয়োজনের মাধ্যমে বাস্তব রূপ পেয়েছে।”

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

 

এ আয়োজন মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে চিন্তাশীল করে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।