• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি, চোর আটক অতপর পুলিশে সোপর্দ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি, চোর আটক অতপর পুলিশে সোপর্দ

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।

 

জানা যায়, সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান বিদ্যালয়ে পাঠদান চলাকালীন বিকেল ৩টার দিকে ওয়াশ রুমে যান। এসময় বিদ্যালয়ের অফিস কক্ষে চোরেরা প্রবেশ করে প্রধান শিক্ষিকার ভ্যানিটি ব্যগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

শিক্ষিকা ঘটনাটি টের পেয়ে সোরচিৎকার করলে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চোরের পেছনে ধাওয়া করে পার্শ্ববর্তী মায়েকোল গ্রামে গিয়ে তাকে আটক করেন। তাকে আটকের পূর্বে শিক্ষিকার মোবাইল ফোন খাঁদে ফেলে দেয়। চোরের দেয়া তথ্যে খাদ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হলেও ভ্যানিটি ব্যগ পাওয়া যায়নি। আটকের পর চোর নাহিদকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মফিজ আলীর পুত্র নাহিদ হাসান।

 

আটক চোর নাহিদ জানায়, প্রধান শিক্ষিকার ব্যাগে রক্ষিত টাকাসহ ডকুমেন্টস নিয়ে পালিয়ে গেছে তার সহযোগী সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের আদু মিয়ার পুত্র সাজু মিয়া।

 

শিক্ষিকা সুলতানা জাহান জানান তার ভ্যানিটি ব্যগে, নগদ ৫ হাজার টাকা, ব্যংকের ডকুমেন্টস ও অফিস রুমের চাবি ছিলো। ব্যাগে রক্ষিত কিছুই পাওয়া যায়নি।

গত ১৬ এপ্রিল রাতে এবিদ্যালয়ে চুরি সংঘটিত হয়। চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে ৫ টি সিলিং ফ্যান, ২টি টিউবলাইট, ২টি বাল্ব, ১৪ টি দরজা-জানালার পর্দা সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় গত ১৭ এপ্রিল থানায় সাধারন ডায়রী করা হয়।