সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ভারত সীমন্তের বাঙ্গালভিটা বিওপি ক্যাম্প এলাকার কয়েকটি বাড়ি থেকে প্রায় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে প্রশাসন।
২৪শে জুলাই বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যমতে গভীর রাতের দীর্ঘ প্রচেষ্ঠায় সুনামগঞ্জ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে প্রশাসন।এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবুল হাসেম ও মধ্যনগর থানা পুলিশ অভিযানে অংশনেন।
ভারত থেকে অবৈধভাবে আসা শাড়ী,থান কাপড় রাজস্ব ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ কালে জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ধরা হয়েছে এককোটি টাকা।