• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি:

ছাতকে তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অভিভাবক, ছাত্র ও মাদরাসা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক হাফেজ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষাবিদ ও আলেমসমাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন একই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আজগর খান এবং মতিনিয়া শহিদিয়া হুফ্ফাজুল কুরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার আল হাসান।

সভায় মাওলানা বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক জালালিয়া কামিল মাদ্রাসা হাফেজ মাওলানা ক্বারী আবুল হোসেন, প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ক্বারী সাইফুর রহমান তারেক ,হাফেজ সুলেমান আহমদ কামরান, প্রধান শিক্ষক, ইব্রাহিমপুর হাফিজিয়া মাদ্রাসা সুনামগঞ্জ ,ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া , হাজী সফিক মিয়া,ইসাদ আলী,মো:নুরুল ইসলাম ,হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ ক্বারী মাসুম আহমদ, হাফেজ মারজান আহমদ,অত্র মাদ্রাসার তাতিকোনা হাবিব উল্লাহ জামেয়া ইসলানিয়া মাদ্রাসা, ক্বারী মুহাইমিন মুরাদ, সাবেক কাউন্সিলর দিলোয়ার হুসাইন ছাত্র অভিবাবক ,মো:আমিন মিয়া,ময়নুল ইসলাম,নজিব আলী,নজরুল আলম তালুকদার ,কামরুল ইসলাম তালুকদার ,জিল্লুল রহমান তালুকদার ,ছাতক উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ,মো:লাল মিয়া

,সাকিব মাহমুদ তালুকদার , গোলাম রূপ,আসিক আলী,সাঞ্জব আলী ,আজহার আলম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্র বৃন্দ সভায় বক্তারা বলেন, হাফেজ মো. আলী হোসেন একজন স্বনামধন্য ও আদর্শ শিক্ষক, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছেন। তার নিকট থেকে শত শত শিক্ষার্থী হাফেজ হয়েছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন। বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক, যা একটি কুচক্রী মহল কর্তৃক পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।তারা বলেন, এই ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বক্তারা মো. আলী হোসেনের নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন গ্রেফতার করা হয় এবং ১৭ জুন ইং তারিখ (মামলা নং:১৯) দেখিয় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসাসা থেকে ছাতক থানা পুলিশ হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতার করে।