সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৫ জুলাই পদযাত্রা’ কর্মসূচি আগামী শুক্রবার সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে। পদযাত্রা সফল করতে সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন সুনামগঞ্জ জেলা কমিটি।
বুধবার ( ২৩) জুলাই সকাল ১১ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জুলাই – আগষ্টে বিপ্লবে শহীদদের মাগফিরাত ও আহতদের সমবেদনা জানিয়ে বলেন, গনঅভ্যুত্থানে অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি – এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি আগামী ২৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম,শহীদুল ইসলাম,সদস্য আবদুর রহমান দুলাল,জুলহাস খান,মাসুম আল হাসান,আরিফুল ইসলাম,বিকাশ রঞ্জন তালুকদার,শিবনাথ বিশ্বাস, আলা উদ্দিন ও ডা, আবদুল আহাদ প্রমুখ।
তিনি বলেন, শান্তির শহর সুনামগঞ্জ। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তারা প্রথমবারের মত সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবাই মিলে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহবান জানান তিনি
তিনি আরও বলেন,নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন,প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন জুলাই আন্দোলনের তরুন নায়ক জাতীয় নেতা, এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব,যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা,সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায়।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী শুক্রবার সুনামগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই রাতে এনসিপির জাতীয় নেতারা সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জম্মার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রায় প্রায় ১৫ হাজার লোক অংশগ্রহণ করবেন। এবং সব রাজনৈতিক দল তাদের পদযাত্রাকে স্বাগত জানাচ্ছেন। এরপরও কোন সংঘাতের আশংকা থাকলে আমরা সতর্ক রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা নিরাপত্তা বজায় রাখতে ভুমিকা রাখবেন।
তিনি সম্প্রীতির এ শহরে জুলাই পদযাত্রায় সব ভেদাভেদ ভুলে সবাইকে সহায়তা করার আহবান জানান।