• ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির ১৮ ইউনিটে পাল্টা কমিটি গঠন।

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২১, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির ১৮ টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বঞ্চিতরা। রবিবার (২০ জুলাই) দুপুরে শহরের কাজির পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কমিটি ঘোষণা করা হয়।

 

তাদের অভিযোগ, সম্প্রতি ১৮টি ইউনিটে সেসব কমিটি ঘোষণা করা হয়েছে, সেগুলোতে দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অনেক চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদ ও জাপার দোসরদের পুর্নবাসন করা হয়েছে। এতে করে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে। কমিটিতে বিগত সময়ে জেল-জুলুম- নির্যাতনের শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।

 

এসময় পূর্বের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে সুনামগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৯ টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক।

 

এদিকে সংবাদ সসম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান উদ্দিন প্রমুখ।

 

সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদমর্যাদার সদস্য এডভোকেট আব্দুল হক বলেন, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বসে সদর ও পৌর কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে তারা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছেন। আমদের নির্দেশনা ছিল কোথাও যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়া না হয়। এমনটা হওয়ার কথা না। আমরা খোঁজ-খবর নিয়ে দেখব।