বিবিএন নিউজঃ
ছাতক উপজেলার ১৩ ইউনিয়নে বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক
মাষ্টার ফজলুল করিম বকুল স্বাক্ষরিত দলীয় প্যাডে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।উপজেলার সকল ইউনিয়নেই ১১ সদস্য বিশিষ্ট করে আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নোয়ারাই ইউনিয়নঃ
আহবায়ক মো.ইন্তাজ আলী,যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন,সদস্য মো.সাইদুর রহমান,.আবু ইউসুফ তালুকদার,
মো. নুরুল আমিন,মো.আব্দুস সালাম, মো. আব্দুল কাইয়ুম,
মো. নুর মিয়া,মো. আজাদ মিয়া তালুকদার, মো. মোস্তাব আলী,ইকবাল হোসেন মাস্টার।
কালারুকা ইউনিয়নঃ
আহবায়ক মো. সাজ্জাদুর রহমান,যুগ্ম আহবায়ক লুৎফুর
রহমান মানিক,মো.মানিক মিয়া,শাহজাহান চৌধুরী আব্দুল্লা,
মিজানুর রহমান আমরু,আরশ আলী মেম্বার,হাজী কদরুল
ইসলাম,সালেহ আহমেদ মেম্বার,মকবুল হোসেন, মো.সফিক মিয়া, মো. উকিল আলী।
উত্তর খুরমা ইউনিয়নঃ
আহবায়ক আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন
সদস্য মো. আবু নছর,মো. আব্দুল আলিম,সফজুল আলী,
মো. নুরুল ইসলাম,মো.এখলাসুর রহমান,মো. সুন্দর আলী
আংগুর,মো.ফয়জুল হক,আব্দুল ওদুদ মির্জা,চেরাগ আলী।
দক্ষিণ খুরমা ইউনিয়নঃ
আহবায়ক শামীম আলম নোমান,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর
আলম,সদস্য আজিজুর রহমান,আতিকুর রহমান তালুকদার
কাজী ইসলাম উদ্দিন,লুৎফুর রহমান,মুহিবুর রহমান মেম্বার
মো.রাকিব আলী মো.আব্দুল খালিক, আলী হোসেন মানিক,
মো. সুজন মিয়া।
ছাতক সদর ইউনিয়নঃ
আহবায়ক জাহেদুল ইসলাম আবাব, যুগ্ম আহবায়ক কবির আহমদ মধু,সদস্য মো. কুতুব উদ্দিন, মা. ইয়াকুব আলী,
মো নুরুল হক,মো.আব্দুল আমিন.মোহাম্মদ তাজুল ইসলাম তালুকদার,মো মানিক মিয়া,খায়রুল ইসলাম,হেলাল আহমদ
মো. নুর উদ্দিন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নঃ
আহবায়ক মো.আব্দুল হক, যুগ্ম আহবায়ক মো. সামসুল হক
মেম্বার,মো. নুরুল হক,মো.সাদিকুর রহমান, মুহিবুল ইসলাম
শান্তি মিয়া,মো. আমিন উদ্দিন, মো. আব্দুল হাই লিপু, মো. বুরহান উদ্দিন সুরত,ফিরোজ মিয়া ফটিক,মোহাম্মদ সাদিক, মো. নুরুল হাসান মটন।
চরমহল্লা ইউনিয়নঃ
আহবায়ক মো.হুসিয়ার আলী,যুগ্ম আহবায়ক মো.ইলিয়াস আহমেদ, সদস্য মো আবুল কালাম,মো. ছালিক মিয়া,মো. রমজান উদ্দিন,মো.আবুল লেইছ,সৈয়দুর রহমান,দিলোয়ার
হোসেন, আব্দুল মতিন,আনোয়ার আলী,মো. নুরুজ্জামান।
সিংচাপইড় ইউনিয়নঃ
আহবায়ক মো. ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান,সদস্য হাজী লিয়াছ উদ্দিন, মো.সায়েম আহমদ.
আব্দুল হামিদ,শেখ ফরহাদ আহমদ গাজী মিল্টন, মাসুক মিয়া,আজাদ রব্বানী,আজিজুর রহমান,মো কুতুবুর রহমান,
সৈয়দ মিজানুর রহমান।
দোলারবাজার ইউনিয়নঃ
আহবায়ক আনোয়ার হোসেন ময়না,যুগ্ম আহবায়ক মো. নুরুল হক, সদস্য মুশফিকুর রহমান,ফখর উদ্দিন,সাদিকুর
রহমান, ক্বারী আছকির আলী,মো. ওসমান আলী, মোহাম্মদ
সুন্দর আলী,মো আলী হোসেন,নিজাম উদ্দিন, মাওলানা নিয়ামত উল্লাহ।
জাউয়াবাজার ইউনিয়নঃ
আহবায়ক মো.আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন,সদস্য আনোয়ার হোসেন সাগর,সেলিম আহমেদ,
আব্দুর রশিদ, আব্দুস সালাম,কাজী সায়াদ,আব্দুল মুক্তাদির
আলমগীর মো.গিয়াস উদ্দিন, এস এম মাহমুদ মেম্বার, মো.
আব্দুর রফিক ভুট্টু।
ভাতগাঁও ইউনিয়নঃ
আহবায়ক এস এম ছমরু মিয়া,যুগ্ম আহবায়ক মো. সোনা মিয়া,সদস্য মো. আনোয়ার খান,মো.গোলাম রব্বানী,মো.
সিরাজুল ইসলাম দোলন,মো.ছায়াদ মিয়া,মো.মনির উদ্দিন,
মো.কয়েছ মিয়া,মো.ফটিক আহমেদ,আব্দুল মুকিত,সোহেল
আহমেদ।
ছৈলা-আফজলাবাদ ইউনিয়নঃ
আহবায়ক আব্দুর রউফ মাষ্টার,যুগ্ম আহবায়ক মো. আবাব
মিয়া,সদস্য শেখ আপ্তাব আলী,দিল হোসেন মেম্বার, আব্দুস শহীদ, জিল্লুর রহমান মানিক,মো.নজির আহমদ,মো.আফলু
মিয়া,দবির মিয়া,সালেহ আহমেদ,মো. লাল মিয়া।
ইসলামপুর ইউনিয়নঃ
আহবায়ক হাজী আব্দুস সামাদ,যুগ্ম আহবায়ক হাজী মো. আশিদ আলী, সদস্য তৈয়বুর রহমান, বাবুল মিয়া মেম্বার
(বড় বাবুল ),মো.আনোয়ার হোসেন,নেছার আলী,আব্দুল
হান্নান,বাবুল মিয়া মেম্বার (ছোট বাবুল),মো.কামরুল ইসলাম
মো.হেলাল উদ্দিন ও মাওলানা সিরাজুল ইসলাম।