• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রোটারী ক্লাব সিলেট ইম্পেরিয়াল এর সভা ও হ্যান্ড ওভার অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫
রোটারী ক্লাব সিলেট ইম্পেরিয়াল এর সভা ও হ্যান্ড ওভার অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

রেটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর ২১০ তম সাপ্তাহিক সভা এবং কলার হ্যান্ড ওভার অনুষ্ঠান।

,১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেট শহরের উপশহরে বেলিফ চাইনিজ রেস্টুরেন্টে

রোটারিয়ান বাহার উদ্দিনের সভাপতিত্বে কল টু অর্ডার করেন এবং পিপি হাসান কবির চৌধুরীর সঞ্চালনায় ২১০ তম সাপ্তাহিক সভা এবং কলার হ্যান্ডওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জুম এর মাধ্যমে উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান, তার অনুমতিক্রমে কলার পরিয়ে দেন পিপি হাসান কবির চৌধুরী ও পিপি জিন্নুন আহমেদ চৌধুরী ক্লাবের চার্টার্ড হস্তান্তর করেন গত বছরের ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আখতার হোসেন লাহিন বর্তমান ক্লাব সেক্রেটারি মোহাম্মদ কাউসার উদ্দিন এর হাতে। মিটিং শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আক্তার হোসেন লাহিন। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিচালনা করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি জিন্নুন আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই জিন্নুন আহমদ চৌধুরীর বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান, পিপি তাহমিনা হাসান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি জনাব লতিফুর রহমান রাজু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর পরিবারের সদস্য পিপি জান্নুন চৌধুরী সহধর্মিনী।

পিপি হাসান কবির চৌধুরী ও পিপি তাহমিনা হাসান চৌধুরীর একমাত্র পুত্র মিনহান কবির চৌধুরী।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি আব্দুর রহমান, পিপি মওদুদ আহমেদ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান আব্দুল হাসিব, রোটারিয়ান তানিয়া আহমেদ, রোটারিয়ান আলি মঞ্জুর প্রমুখ।

ক্লাব প্রেসিডেন্ট বাহার উদ্দিন তার বক্তব্যে ক্লাবের প্রত্যেক মেম্বার এর প্রতি ও বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারিয়ান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জনাব বাহার উদ্দিন মানবতার সেবায় আরো একধাপ একগিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে আগত সবাইকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে আজকের সাপ্তাহিক সভার মুলতবি ঘোষণা করেন।

প্রধান অতিথি বলেন, রোটারিয়ানরা মানব সেবায় নানা অবদান রাখছেন । হত দরিদ্র মানুষের জন্য কাজ করছেন। এটি মহৎ উদ্দেশ্য। আগামীতে আরও বেশী কর্মকান্ড করে সমাজের কাজ করার আহবান জানান।