• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫
ছাতকে প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বিবিএন নিউজঃ

ছাতকে প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে ছাতক সেনা ক্যাম্পের টহল দল।

 

১৭ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যানে করে আসা ভারতীয় ফুসকা রেডব্লু সহ বিভিন্ন পন্য ও ৩চোরাকারবারিকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া (২৫) ও ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের ছেলে মো.পারভেজ (৪৫) ও মোঃ জালাল সরদারের ছেলে মো.জহিরুল ইসলাম(২৩)।

 

আটক মালামালের মধ্যে রয়েছে ৫১৪০-কেজি ফুসকা,৯৫৮ পিস রেডব্লু ক্যান,২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল। যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক ৩ জনকে মালামাল সিহ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান,আটক তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।