সুনামগঞ্জ প্রতিনিধি:
১৮ জুলাই শুক্রবার সকাল ৭ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, এর আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা, এর সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। প্রতীকী ম্যারাথন সুনামগঞ্জ পৌর বিপনী চত্ত্বর হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সকাল ৮ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদ মোঃ আয়াতুল্লাহ ইসলাম এর পিতা মোঃ সিরাজুল ইসলাম; শহিদ সোহাগ মিয়ার ভাই মোঃ বিল্লাল মিয়া; অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিলসার্জন ; ডাঃ জসিম উদ্দিন, সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠন প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।